বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নয়া ওসির মত বিনিময়

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দর থানার নব নিযুক্ত অফিসার ইনর্চাজ মো. আবু বকর ছিদ্দিক এর সাথে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর প্রেসক্লাবের সভাপতি এড. শাহ আলী খান পিটুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর ছিদ্দিক, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খান, সাবেক সভাপতি আতাউর রহমান, বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরিফ হোসেন কনক, নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কবির হোসেন, মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, প্রচার সম্পাদক শাহ জামাল প্রমুখ।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সদস্য জিএম মজনু, মেহেবুব হোসেন, দ্বীন ইসলাম দীপু, হৃদয় আহাম্মেদ জয় ও বন্দরের প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ প্রমুখ।
মত বিনিময় সভায় বন্দর থানা অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক বলেন, একটি পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে। আর সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে।
অপরাধ র্নিমূলে পুলিশের একা পক্ষে সম্ভব নয়। এ জন্য আমি বন্দর প্রেসক্লাবের সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।