উৎসব মুখর পরিবেশে শ্যামা পূজা অনুষ্ঠিত
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: উৎসব মুখর পরিবেশে বন্দর বাজার কালী পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাতে বন্দর বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুনিল চন্দ্র বর্মন, সহ-সভাপতি সুবল বর্মন, সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র দে, সহ-সাধারন সম্পাদক দুলাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক হারাধন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক দীনেশ বর্মন, সুজন মল্লিক, তপন বর্মন, সহ-প্রচার সম্পাদক পিন্টু বর্মন, সাধন সুত্রধর, প্রদীপ দাস, রতন দাস প্রমুখ।
এ ব্যাপারে কালী পূজা উদযান কমিটির সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র দে জানান, শ্যামা মায়ের পূজা অনুষ্ঠান উপলক্ষে বন্দর বাজার সার্বজননী দূর্গা মন্দিরেকে সুন্দর ভাবে সাজানো হয়েছে।
পুজা দেখার জন্য বন্দরে বিভিন্ন স্থান থেকে আগত প্রচুর সনাতন ধর্মালম্বীরা বন্দর বাজার দূর্গা মন্দিরে ভীড় করতে দেখা গেছে। পূজা অর্চনার পর আগত সনাতন ধমালম্বীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।