বন্দরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

বন্দরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার ছালেনগর এলাকার মৃত ছবির প্রধানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাছুম (৪৮) ও তার ছেলে বন্দর থানার ২৯(১১)১৬ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (২৫) একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহীমসজিদ বউবাজার এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে জুয়েল (২৬), বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী দিঘলদী এলাকার আন্দাইরা ছেলে রবি চন্দ্র (৪৫) ও তার স্ত্রী অনিতা রানী (৩৮) আলীনগর এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে ফতুল্লা থানার ১১(৯)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোকন (৪২) ।

গ্রেফতারকৃতদের শনিবার সকালে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com