বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৪

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দর থানা পুলিশ বিভিন্ন ওয়ারেন্টে সিআর মামলার ৩ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গত বুধবার (১২ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বন্দর উপজেলার পূর্ব কুশিয়ারা এলাকার মোতালেব মিয়ার ছেলে রাজু ওরফে রনী (৩২) নবীগঞ্জ খাদেমপাড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিংকন (৩৪) ঘারমোড়া কাজীপাড়া এলাকার সানোয়ার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাকিব হাসান (২৭) ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত তালেব মিয়ার ছেলে চুরি মামলার আসামী মোশারফ হোসেন (৪৫)।
গ্রেফতারকৃত ৪ আসামীকে বৃহস্পতিবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।