জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

না’গঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘন্টা ভোট কেন্দ্রের আশেপাশের এলাকায় যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১৬ অক্টোবর রাত বারোটা থেকে শুরু করে ১৭ অক্টোবর নির্বাচনের দিন রাত বারোটা পর্যন্ত নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রের আশেপাশে মোটরসাইকেল কিংবা অন্য কোন যানবাহন বা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com