‘সমাজে কোনো অপরাধীর স্থান হবেনা তাদের স্থান হবে হাজতে’

‘সমাজে কোনো অপরাধীর স্থান হবেনা তাদের স্থান হবে হাজতে’

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন, আজকে আপনাদের মধ্যে যে ঐক্যবদ্ধ সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই ঐক্যবদ্ধতার সামনে সন্ত্রাসীর দাঁড়াতে পারবেনা। যখন পুলিশ আর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তখন সন্ত্রাসীরা এ অপরাধমূলক কর্মকাণ্ড করতে সাহস পাবেনা। এ সমাজে কোনো অপরাধীর স্থান হবেনা তাদের স্থান হবে হাজতে।  রাত আটটার পর কোনো চাকরিজীবী, কিশোর, যুবক রাস্তার মোড়ে বা চায়ের দোকানে আড্ডা দিবেনা।
বুধবার  ( ৭ সেপ্টেম্বর )  বিকেলে কাশীপুর ইউনিয়ন নুর মসজিদ সংলগ্ন বালুর মাঠে মাদক সন্ত্রাস ইভটিজিং চাঁদাবাজ প্রতিরোধ কল্পে কাশীপুর বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)  নাজমুল হাসান
তিনি আরো বলেন, এখনে নাকি বিল্ডিং তৈরি করতে হলে নিদিষ্ট দোকান থেকে রড সিমেন্ট কিনতে হয়। আপনারা তথ্য দিন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো, পুলিশ আপনাদের পাশে রয়েছে। সমাজের কল্যাণ ও মানবতার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোনো সন্ত্রাসীকে এ সমাজে স্থান দেওয়া হবে না যারা ভালো মানুষ তারাই এ সমাজে স্থান পাবে। এলকার মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা সম্মিলিত ভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতো করবো। পুলিশ ও জনতার মেলবন্ধনে সন্ত্রাস, মাদক, ও চাঁদাবাজ মুক্ত কাশীপুর গড়ে তুলবো।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল এর সভাপতিত্বে কাশীপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার শামীম আহম্মেদ এর সার্বিক তত্বাবধানে সমাবেশ এ আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রিজাউল হক, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, যুব ও ক্রীড়া সম্পাদক জে আর রাসেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আমির উল্লাহ রতন, কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক খোকা, কাশীপুর ইউনিয়ন ছাত্র লীগ নেতা কবির হোসেন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com