সেনাবাহিনীর পক্ষ থেকে নড়াইলে খাদ্য সহায়তা
ফরহাদ খান, প্রেসবাংলা২৪.কম: সেনাবাহিনীর পক্ষ থেকে নড়াইলে দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮০০ দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি, তেল, মশলা ও পানি বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারের সার্বিক ত্ত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-যশোর সেনানিবাসের লেফট্যানেন্ট কর্নেল নাজমুন্নাহার পিএসসিসহ কর্মকর্তারা। খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়েছেন দুঃস্থ মানুষেরা।