বিএনপি করতেন শাওন, জানালেন বড় ভাই

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরে বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল নেতা শাওন প্রধানের বড় ভাই ফরহাদ প্রধান বলেছেন, আমরা ভিডিওতে দেখলাম ও সেদিন প্রোগ্রামে ছিল। কাশিপুরের বাংলাবাজার এলাকার সাদেকুর রহমান সাদেক ভাইয়ের নেতৃত্বেই ও রাজনীতি করত। বাসায় আমরা জিজ্ঞেস করলে বলত না। এর আগেও কয়েকবার সে বিএনপির কর্মসূচিতে যেত। আমরা তাকে শাসন করেছি বারণ করেছি। তারপরেও সে লুকিয়ে লুকিয়ে যেত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে একথা জানান তিনি।
ফরহাদ আরও বলেন, আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম না। আমি কাজে ছিলাম। সেখান থেকে খবর পেলাম ও ভিক্টোরিয়া হাসপাতালে আছে। সেখানে গিয়ে দেখি সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
বিএনপি নেতৃবৃন্দ থেকে কোন সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফরহাদ জানান, আমরা কাউকে এ ব্যাপারে জড়াইনি। তারা যদি আমাদের একটু সাহায্য করে আমাদের পাশে দাঁড়ায় কারা গুলি করল সে হত্যাকারীদের বিচারের জন্য, এটাই আমি চাই।
এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন প্রধান।