এক মঞ্চে বসবেন ভাই-বোন!

এক মঞ্চে বসবেন ভাই-বোন!

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: দীর্ঘ ২৫ বছর পর শনিবার ৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামীলীগ। এবার সম্মেলন মঞ্চে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের আলোচিত দুই জনপ্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলন ডেকে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, অপর যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, সোনারগাঁ আওয়ামীলীগে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদর্কে দায়িত্ব পালন করেছেন মাহফুজুর রহমান কালাম। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় দল তাকে অব্যাহতি দিয়ে পরে প্রত্যাহার করে নেয়। কিন্তু আমরা চাইলেও তাকে নিয়ে সম্মেলন করতে পারছি না। এটা আমাদের জন্য কষ্টের। আশা করি সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার জন্য নেত্রী নতুন কোনো সিদ্ধান্ত নেবেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সম্মেলনে আশা করি ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com