প্রেমের টানে ঘর ছাড়ার পর অপহরনের অভিযোগে আটক

প্রেমের টানে ঘর ছাড়ার পর অপহরনের অভিযোগে আটক

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: প্রেমের টানে ঘর ছাড়ার ১৬ দিন পর প্রেমিকার পরিবারের দায়ের করা অপহরনের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ সেই সাথে প্রেমিকা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

ফতুল্লার ভুইগড় থেকে অপহরনের ১৬ দিন পর ১৬ বছর বয়সী অপহৃত স্কুল ছাত্রীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল খাঁ নামক এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয়েছে আকাশ সরদার (১৯) নামক এক যুবককে। সে স্কুলছাত্রীর প্রেমিক বলে জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আকাশ সরদার মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল সানবাড়ির মোসলেম সরকারের পুত্র।

এর আগে সোমবার দুপুরে অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে।

অপরদিকে গ্রেফতারকৃত আকাশ সরদারের পরিবারের সদস্যদের দাবী অপহরণ নয় তারা একে অপরকে ভালবাসতো। আর তাই তারা নতুন জীবন শুরু করতে বাসা থেকে পালিয়েছিলো।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর মেয়ে স্থানীয় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। প্রতিদিনের মতো সে চলতি মাসের ১৩ তারিখ সকাল ৯টার দিকে নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। যথাসময়ে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ১৪ আগস্ট বাদীর স্ত্রী ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং ৯১০) করেন। পরে লোক মারফত জানতে পারেন ১৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেফতারকৃত আকাশ বাদীর মেয়েকে ফুসলিয়ে স্কুলের গেইটের সামনে থেকে অপহরণ করে নিয়ে গেছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, সোমবার রাতে মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে আকাশ সরদার নামে এক যুবককে। মঙ্গলবার দুপুরে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com