শামীম ওসমানের সমাবেশ সফল করতে বন্দর আ’লীগের ব্যাপক প্রস্তুতি

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আগামী ২৭ আগষ্ট শামীম ওসমানের ডাকা সমাবেশকে সফল করার লক্ষে বন্দর উপজেলা আওয়ামীলীগের র্শীষ ৪ নেতা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
সমাবেশকে সফল করাসহ প্রচুর পরিমান নেতাকর্মী সমাগম ঘটাতে বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বন্দরে কলাগাছিয়া, মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে দফায় দফায় প্রস্তুতি মূলক সভা করেছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেলে বন্দর প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীদের কাছে বন্দর উপজেলা আওয়ামীলীগের নানা প্রস্তুতি কথা জানিয়েছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সদস্য একেএম ইব্রাহিম কাশেম।
এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান আরো জানান, শামীম ভাইয়ের ডাকা শোকসভাকে সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ ও বন্দরে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দফায় দফায় প্রস্তুতি মুলক সভা করেছি।
প্রস্তুতি মূলক সভায় নেতা কর্মীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশা করি আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শামীম ভাইয়ের ডাকা নারায়ণগঞ্জের বিশাল শোক সভায় আমরা সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করব।
বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন জানান, আওয়ামীলীগের দুঃসময়ে যাকে সব সময় পাশে পাই সে হলো আমার প্রান প্রিয় নেতা শামীম ভাই। বিএনপি জামাত চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। সকল অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার নেতা একেএম শামীম ওসমান ভাই আমাদেরকে ডাক দিয়েছে।
বঙ্গবন্ধু আর্দশ গড়া বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা জননেতা একেএম শামীম ওসমানের শোকসভা সফল করার জন্য ওই দিন হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোকসভা অনুষ্ঠানে যোগদান করবে বলে আশা প্রকাশ করছি। জননেতা শামীম ভাইয়ের শোকসভা সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
বন্দরে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকগনদের সাথে উপজেলা আওয়ামীলীগের নেতাদের দফায় দফায় প্রস্তুতি মূলক সভা করা হয়েছে।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন জানান, ২৭ আগষ্ট শামীম ভাইয়ের ডাকা শোকসভা সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। বন্দরে ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ড থেকে প্রচুর পরিমান আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ হাজার হাজার নেতাকর্মী সতস্ফুর্ত ভাবে শোকসভা যোগদান করবে।
সে লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদ ভাই ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান শামীম ভাইয়ের ডাকা শোক সভাকে সফল কার জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম গনমাধ্যমকে জানান, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ন ইউনিয়ন। এই ইউনিয়নকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে বিবেচিত করা হয়।
কলাগাছিয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ড। আমরা যদি ৯টি ওয়ার্ড থেকে কমপক্ষে ২ শ’ নেতাকর্মী আসলে ৯টি ওয়ার্ড থেকে ১৮ শ’ নেতাকর্মী বের হবে।
আগামী ২৭ আগষ্টের শোকসভা অনুষ্ঠান সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগ নেতা এমএ রশীদ ভাই ও কাজিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতা সমবেত করার জন্য নিরলশ ভাবে কাজ করে আসচ্ছে।