না’গঞ্জে বাম জোটের ‘প্রভাবহীন’ হরতাল পালিত

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জ্বালানি তেল, নিত্যপন্যের দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালের প্রভাব পরেনি নারায়ণগঞ্জে। হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন জোটের নেতারা, তবে জনজীবনে হরতালের কোন প্রভাব ছিলনা।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে বাম জোটের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করলেও এর কোন প্রভাব পরেনি সড়কে যান চলাচলের ক্ষেত্রে।
হরতাল চলাকালে শহরের দোকান-পাট, বিপনি বিতান, মার্কেট যথারীতি খোলা ছিল, সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক, শহর থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে। এছাড়া ট্রেনও চলাচল করেছে অন্যান্য দিনের মতই।
তবে হরতালকে ঘিরে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক ছিল। শান্তিপূর্ণভাবেই মিছিল ও সমাবেশ করেছে। কোনধরনের বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশের পাশাপাশি পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।’