নাগ মহাশয় এর ১৭৬ তম শুভ জন্মোৎসব অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: শ্রী শ্রী দূর্গাচরন নাগ মহাশয় এর ১৭৬ তম শুভ জন্মোৎসব উপলক্ষে শিশু-কিশোরদের কবিতা আবৃতি, গীতাপাঠ, পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগষ্ট) বিকাল ৫ টায় সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ নগবাড়ী সাধু নাগ মহাশয় এর আশ্রমে অনুষ্ঠিত হয় এ কবিতা আবৃতি, গীতাপাঠ, পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে এ সময় সাধু নাগ মহাশয় আশ্রম এর সাধারন সম্পাদক তারাপদ আচার্য উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে সাধু নাগ মহাশয়রে জীবনাদর্শ তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, সাধু নাগ মহাশয় ছিলেন একজন নিরঅহংকারী, সাহসী ও অসাম্প্রদায়িক মানুষ। যিনি কোন দিন নিজের লক্ষ্য থেকে ফিরে আসেননি। মা সারদা দেবী বলতেন, কত ভক্তইতো দেখলাম কিন্তু সাধু নাগ মহাশয়ের মত ভক্ত দেখিনি। আমরা যদি তার আদর্শকে অনুসরন করি তাহলে আমাদের জীবন অনেকখানি সার্থক হবে। তার কারনেই আজকের এ জায়গাটি পবিত্র ভূমিখন্ডের রূপ পেয়েছে। আপনারা পেয়েছেন একজন মহাপুরুষের সান্নিধ্য। এটা একটা পূণ্যভূমি, এখানে মানুষ আসে নিজের মনকে সার্থক করতে।

সাধু নাগ মহাশয়ের ১৭৬ তম শুভ জন্মোৎসব উপলক্ষে সকালে একটি বর্নাট্য র‌্যালি বের হয়ে সন্ধার পর আশ্রমে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান এবং নাগ মহাশয়ের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাধু নাগ মহাশয় এর আশ্রমে উপস্থিত ছিলেন সত্যজিৎ পাল সাধু, শ্যামল দত্ত, প্রাণবল্লভ দাস, তপন ঘোষ, গোবিন্দ ঘোষ সহ অন্যান্য ভক্ত বৃন্দগণ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com