৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার পাগলায় ছয় বছরের এক শিশুকে দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগে বিল্লালকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করছে স্থানীয় এলাকাবাসী।

রোববার(২১ আগস্ট) রাত আটটার দিকে স্থানীয়দের সহায়তায় বিল্লালকে আটক করলে সেও জনসম্মুখে ধর্ষনের ঘটনা স্বীকার করে।

পেশায় রাজমিস্ত্রি আটক বিল্লাল নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পাগলা পূর্ব রসুলপুরের অরুন মিয়ার পুত্র।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেলে অভাবের তাড়নায় রমজান মাসে মা শিশুটি পালক রেখে বিদেশ চলে যায়। শিশুটি সাত রমজান থেকে তার পালিত মায়ের নিকট থাকতে শুরু করে। সে বাসাতেই আটককৃত বিল্লাল স্ব- পরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলো।

শিশুটির পালিত মা জানায়, রমজান মাস থেকে শিশুটিকে ধর্ষণ করে আসছিলো বিল্লাল। সে যখন বাসায় থাকতোনা বা বাসার কাজে ব্যস্ত থাকতো তখন বিল্লাল শিশুটিকে চকলেট বা মজা খাওয়ার কথা বলে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে আসছিলো। কোরবানী ঈদের দুদিন পর শিশুটিকে বাসায় রেখে সে ডাক্তারের নিকট গেলে বিল্লাল শিশু মেয়েটিকে ডেকে তার রুমে নিয়ে যায়। বেশ কিছুক্ষন পর শিশুটিকে গোসল করিয়ে রুম থেকে বের করে দেয়। এ বিষয়টি পাশের এক ভাড়াটিয়া দেখে ফেলে তাকে জানায়। পরে সে বিষয়টি নিয়ে শিশু মেয়েটিকে জিজ্ঞেস করলে সব খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, ধর্ষণের ঘটনাটি বেশ কয়েক দিন আগের। সংবাদ পাওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি প্রমানিত হওয়ায় এলাকাবাসী কতৃক আটককৃত ধর্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com