চলন্ত ট্রেনের ধাক্কায় মহিলা কলেজের শিক্ষার্থী আহত

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের চাষাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মীম আক্তার নামের (১৫) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে চাষাঢ়া রেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ১০০ শয্যা জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কলেজ ছাত্রী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। সে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় থাকেন।

চাষাঢ়া রেল স্টেশনের মাষ্টার খাজা সুজন জানান, নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে সকাল ৯ টা ৫৮ দিকে ঢাকার কমলাপুরের উদেশ্য ছেড়ে আসে একটি। পথে চাষাড়া রেল ক্রসিংয়ের সামনে ওই ছাত্রী বেখালিভাবে ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ জানান, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেছনের দিকে ও থুতনিতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com