ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
প্রেসবাংলা ২৪. কম: ডাকাতের ছুরিকাঘাতে নারায়ণগঞ্জের এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার (১৯ জুন) দিবাগত রাতে রূপগঞ্জের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম খান (৭০)। সে ওই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে নিহত রফিকুল ইসলামের স্ত্রী রুপালি বেগম বলেন, আমার তিন ছেলেই ঢাকায় থাকে। আমি ও আমার স্বামী বাসায় ছিলাম। রোববার রাতে পাঁচজনের একটি ডাকাত দল আমাদের বাসায় প্রবেশ করে। তারা অস্ত্র দেখিয়ে আমাদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট করার চেষ্টা করেন। এসময় আমার স্বামী বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রফিকুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।