১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা জব্দ করেছেন র‍্যাব-১১। এ সময় গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার (১১ মে) সকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আসছিল। এসব মাদক প্রাইভেটকারযোগে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com