ঈদের ছুটিতে নগরীর রাস্তাঘাট পুরোটাই ফাঁকা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নগরের অন্যতম ব্যস্ত শহরে নিত্যযানজটের চিত্র পাল্টে গেছে। বেশির ভাগ লোকজন দেশের বাড়িতে ফিরে যাওয়ায় নগরী এখন প্রায় জনশূন্য। শুধু স্থানীয় লোকজনের আনাগোনা ছাড়া বহিরাগত বাসিন্দাদের উপস্থিতি এখন কম। নগরীর ব্যস্ততম চাষাড়া মোড় প্রায় ফাঁকা। যেন বেমানান লাগছে। ২ নং রেল গেট এলাকারও একই অবস্থা, বাস এসে থেমে আছে যাত্রীর অপেক্ষায়।

রোববার (৩০ এপ্রিল) ঈদ ছুটির  প্রথম দিনই শিল্প নগরী নারায়ণগঞ্জের ফাঁকা রাস্তাঘাটের এ দৃশ্য দেখা যায়।

চাষাঢ়া মোড়ে এক রিকশাচালক কামাল বলেন, এখন আর আগের মতো ভাড়া পাওয়া যায়না , শহর ফাঁকা তাই ভাড়ার জন্য বসে অপেক্ষা করতে হয় কখন যাত্রী পাবো।

দুপুর সাড়ে ১২টায় মন্ডলপাড়া, ১নং রেল গেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানেও রাস্তাঘাট ফাঁকা। চার রাস্তার মোড়ে যানবাহনের তেমন কোনো জটলা নেই। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার পাশাপাশি সিএনজি দেখা গেলেও মন্ডল পাড়ায় যাত্রী বলতে ছিলেন কয়েক জন। আর ১ নং রেল গেটে সারিসারি গাড়ি থাকলেও নেই তেমন কোন যাত্রী।

একই চিত্র পঞ্চবটিতে , সেখানেও যানবাহনের কোনো জটলা নেই। নেই রাস্তার মোড়ে যাত্রীদের অপেক্ষার চিত্র। বিসিক শিল্পনগরীর রাস্তায় নিত্যদিনের যানজট থাকলেও আজ তার উল্টো চিত্র।

স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়, প্রতিবছর ঈদ আসলে ফাঁকা হয়ে যায় এলাকায় এতে করে আমরা একটু স্বস্তিতে আছি। সারাবছর এমন থাকলে চলাফেরা স্বস্তি বজায় থাকত বলেও মন্তব্য করেন অনেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com