গণধর্ষনের ঘটনায় মিনু গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরী গণধর্ষণের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার গভীর রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম মিনু রাসেল (৩৯)। তিনি নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার মো. আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গত ১৪ এপ্রিল ফতুল্লার দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ভিকটিমের মা বাদী হয়ে ১৮ এপ্রিল ফতুল্লা থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরেও জানান, গত ১৩ এপ্রিল নিজ বাসা থেকে ভিটকটিম নানির বাসায় বেড়াতে যায়। পরদিন সেহেরির সময় নানির সঙ্গে নিজ বাসায় ফেরার পথে মিনু রাসেলসহ মো. রিফাত (২০) ও সিফাত (২২) ভিকটিমকে অপহরণ করেন। পরে মিনু রাসেলের বাসায় নিয়ে ধর্ষণ করেন। তারা চারদিন ওই কিশোরীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন।

গ্রেফতার রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com