জীবনের একটা জায়গায় আমি খুব অসহায় বোধ করি: শামীম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,জীবনের একটা জায়গায় আমি খুব অসহায় বোধ করি সেটা হলো চিকিৎসা। করোনা কালিন সময় ভয়াবহ একটা পরিবেশ গেছে। প্রথম দিকে সবাই ভয় পেয়ে গেছে। একটা মানুষ ভয় পান নাই। কারণ তিনি আল্লাহর উপরে অগাদ বিশ্বাস রাখেন। আমি তাকে ব্যক্তিগত ভাবে ৪২ বছর ধরে চিনি। একটা মাকে যেমন সন্তান চেনে আমিও তাকে চিনি। সৃষ্টি কর্তার উপর যে বিশ্বাস কিভাবে জাগাতে হয় সেটা আমি অনেকাংশে তার কাছে শিখেছি যেটা আমার মা-বাবা আর বড় ভাই তার পরে আর একজন মানুষ তার নাম হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা।

শনিবার (২৩ এপ্রিল) নগরীর চাষাড়ায় বাংলাদেশ সমবায় ব্যাংক কমার্শিয়াল কমপ্লেক্স ভবনের p চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নারায়ণগঞ্জ শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইফতারের সময় মিথ্যা কথা বলবো না। আল্লাহকে সাক্ষি রেখে বলতে চাই আমি এমন আল্লাহ ওয়ালা মানুষ কম দেখেছি। এবং ওনার (শেখ হাসিনা) বিশ্বাস ছিলো তিনি এইটা ওভারকাম করবেন। আমরা ওভারকাম করেছি কিন্তু যোদ্ধা ছিলো কে? যোদ্ধা ছিলো এই দেশের ডক্টররা, যোদ্ধা ছিলো নার্সরা, যোদ্ধা ছিলো ওয়ার্ড বয়রা। যোদ্ধা ছিলো ক্লিনাররা।

তিনি আরো বলেন, আমরা এগিয়ে যাচ্ছি সত্য। ষড়যন্ত্রও সাথে সাথে এগিয়ে যাচ্ছে এটাও সত্য। জাতির পিতার কন্যা একটা বক্তব্য দিয়েছেন কিছুদিন আগে কৃষকলীগের মিটিংয়ের মধ্যে, উনি পরিষ্কার ভাবে বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ ও দেশের বাইরে। এই ষড়যন্ত্ররে সাথে জড়িত বিএনপি, জামায়াত ও স্বাধীনতার বিপক্ষের শক্তি, জড়িত কামাল হোসেন, মান্নান সাহেবরা, কমিউনিস্ট পার্টি, বাসদ টাসদ আরও অনেকে। এইটা আমার বক্তব্য না, এইটা জাতির পিতা শেখ হাসিনার বক্তব্য। আমি এই বক্তব্যের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আর একটু কথা এরা আমাদের সামনে কোন একটা কঠিন ব্যাপার না।

ডা. ইকবাল বাহারের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন ডা. এম ইকবাল আর্সলান, ডা. মো: আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com