লাঙ্গলবন্দ স্নান উৎসব শুরু
প্রেসবাংলা ২৪. কম: শুরু হয়েছে লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব। জাতীয় মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব উপলক্ষে পূণ্য স্নান, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্নান উৎসব উদযাপন পরিষদ।
৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে ১নং নাসিম ওসমান ঘাটে এ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি জাতীয় মহাতীর্ষ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ বাবু সরোজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৫ এ.কে. এম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি খালেদ হায়দার খান কাজল। এছাড়া উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা নিবাহী অফিসার বি. এম. কুদরত-এ-খুদা, এফবিসিসিআই সভাপতি প্রবির কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শিখন সরকার শিপন, ইয়াং ম্যাচের্ন্ড সভাপতি লিটন সাহা, স্নান উৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা, যুব সংগহতি আহবায়ক রিপন ভাওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ নারায়ণগঞ্জ জেলা কৃষ্ণ আচার্য্য প্রমুখ।