বন্দরে ১০ ইটভাটাকে অর্থদন্ড

বন্দরে ১০ ইটভাটাকে অর্থদন্ড

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের বন্দরে ১০টি ইটের ভাটা মোবাইল র্কোট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর । বুধবার (৩০ মার্চ) বিকেল ৩টায় বন্দর উপজেলার ফনকুন ও শাসনেরবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ওই সময় পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমান আদালত পরিবেশ দূষনের অপরাধে ১০টি ইট ভাটাকে জরিমানা করেছে।

পরিবেশ অধিদপ্তরের স্পেশাল ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের নেতেৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই সময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ পরিদর্শক হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

বন্দরে ফুনকন এলাকা মেসার্স আর মক্কা ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে পরিবেশ দূষনের অপরাধে ৪৫ হাজার টাকা একই এলাকায় গড়ে উঠা মেসার্স একতা ব্রিকফিল্ডে একই অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা শাসনেরবাগ এলাকায় গড়ে উঠা মেসার্স বন্ধু ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করেন।

এ ছাড়াও ফুনকুন এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকফিল্ডকে মেসার্স মাশাল্লাহ ব্রিকফিল্ড ও শাসনেরবাগ এলাকার সাইফুল অটো ব্রিকফিল্ড, মেসার্স আল মদিনা ব্রিকফিল্ড ও কাজল ব্রিকফিল্ডসহ আরো ২টি ব্রিকফিল্ডকে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com