সাজনুর নেতৃত্বে মহানগর যুবলীগের শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম: মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।

শনিবার ২৬ মার্চ সকাল পৌনে ১০টায় প্রথমে র‌্যালি নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনুর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দরা ।

এর আগে সাজনুর নেতৃত্বে চাষাঢ়া থেকে ২নং রেলগেইটস্থ পার্টি অফিস পর্যন্ত র‌্যালি বের হয়।

র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন শহর যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলু, আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসনে জুয়েল, যুবলীগের ১১নং ওয়ার্ড সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইফসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৪নং ওয়ার্ড সভাপতি শামসুল করিম, ১৬নং ওয়ার্ড সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক কাইয়ূম পারভেজ, ১৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক  মজিবুর রহমান, যুবলীগ নেতা তান্না, রিয়েল, আনিস, আমির, রতম প্রধান, টিটু ও টিপু প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com