নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, রাজনীতিতে একটা সময় এক রকম কথা বলতাম। এখন বয়স হয়েছে। এখন বুঝি যে, পৃথিবীতে মানুষের এক সেকেন্ডের ভরসা নেই। আমি না থাকলে কিছুই হবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি। কারণ স্বপ্ন দেখার জন্য শেখ হাসিনা ছাড়া কেউ নাই। দাঁড়ানোর জন্য ওনার বাইরে কেউ নাই।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন ‘আমি বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছি। তাঁর কোলে বসার সুযোগ কয়েকবার আমার হয়েছে। উনি একজন হিরো ছিলেন। কারণ উনি মানুষের কথা বলেছিলেন। যেই জায়গা থেকে আমরা সরে এসেছি। সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে আমি বিশ্বাস করি না। সত্য সুন্দর, সুন্দরই সত্য। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা এই কথা মানেন। এখন বঙ্গবন্ধু সৃষ্টি হয় না কিন্তু মীর জাফর আর খন্দকার মোশতাক জেলায় জেলায়, থানায় থানায় সৃষ্টি হয়। দেশের ভেতরেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হাসান মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com