উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন (ছবি সহ)
প্রেসবাংলা ২৪. কম: বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
নগরীর মোড়ে মোড়ে প্রচারিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান। চলছে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা আর রক্তদান কর্মসূচি। সকালে নগরীর দুইনং রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনুর নেতৃত্বে মহানগর যুবলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেলের নেতৃত্বে জেলা ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।