নারায়ণগঞ্জে নারী মেম্বারকে গুলি

নারায়ণগঞ্জে নারী মেম্বারকে গুলি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী ইউপি মেম্বার নিলুফা বেগমকে গুলি করা হয়েছে । মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহত মেম্বারকে প্রথমে তাকে শহরের সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সেখানে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই রহিম ‍মুন্সি।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে কাঠপট্টি এলাকার জলিল মাদবরের ছেলে রানার সাথে দ্বন্দ্ব চলে আসছিল তাদের। সেই দ্বন্দ্বের জেরে সকালে নিলুফার বাড়িতে দুপক্ষের কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। তখন নিলুফা বেগম থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়। এসময় রানা তাকে গুলি করে বলে এলাকাবাসী জানায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, একজনের কাছ থেকে ঘটনা শুনেছি তবে এ বিষয়ে থানায় এখোনো কেও কিছু যানায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com