দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দিবো : শামীম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যদি কোন দুর্নীতি দেখাতে পারেন রাজনীতি ছেড়ে দিয়ে নারায়ণগঞ্জ থেকে চলে যাবো। অনেকে অনেক কথা বলছেন। আমার নাকি ১৭ টা জাহাজ আছে। দেন না দু চারটা, আমার জন্য ভাল। আমি আমার সম্পদের ফাইল দিব আপনি আপনারটা দেন সাংবাদিকদের ডাকেন।
রবিবার (১৩ মার্চ) বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জে ইউনাইটেড ক্লাব লি: এ এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নেত্রী যদি একবার আমাদের ইঙ্গিত দেন তাহলে মাগো বলার সুযোগ পাবেন না। মা বলতে পারবেন গো বলার সুযোগই পাবেন না। ভয়াবহ ধাক্কা আসছে। ওই ধাক্কা মরণথাবা দিবে। এ থাবায় আমি না থাকতেও পারি। তবে, যে যেদল করেন না কেনো আল্লাহর রহমতে ২০২৩ সালে আবারও শেখ হাসিনা তার চেয়ারে বসবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মার্চ মাসের তিন-চার তারিখ থেকে শুরু হয়েছে, তাদের অনেকে নাকি আওয়ামী লীগ করে। তারা বলছে সরকার ব্যর্থ সরকার। বাইরে থেকে হাওলাত করা কিছু সুশীল, কুশীল আনা হয়েছে। এরাই কিন্তু ওয়ান ইলেভেনের প্রবক্তা। তারা বিএনপির জন্য এসব করছেনা। তারা মোশতাকের বংশধর। এরা দেশ বেঁচে খায়, তারা এক জায়গায় বৃষ্টি হলে আরেক জায়গায় ছাতা ধরে। তারা আজ মানবাধিকারের নাম বেঁচে চলছে। তারা বলে আরেকটি ১৫ই আগষ্ট ঘটাবে। ওদের কপাল ভাল আমি ধৈর্যশীল হয়ে গেছি।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল’র সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, এমএ মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রমূখ।