খুলনার ওয়ারেন্টভুক্ত আসামিকে ফতুল্লা থেকে গ্রেফতার

খুলনার ওয়ারেন্টভুক্ত আসামিকে ফতুল্লা থেকে গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: খুলনার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৯ মার্চ) পাগলা শাহীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম নুর মোহাম্মদ সুজন (২৭)। সে ফতুল্লার শাহীবাজারের শাহাবুদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে৷  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো। পরবর্তীতে তাকে ফতুল্লার শাহীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com