মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতির নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
প্রেসবাংলা ২৪. কম: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে ২ নং রেলগেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফুল দিয়ে শ্রদ্ধার পর আলোচনা সভায় যোগদান করেন।
নারাণয়গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সহ-প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক রকিবুল হাসান রেসিন, কার্যকরি সদস্য আবুবকর সিদ্দিক বাবু, আবুল হোসেন, সুভাষ চন্দ্র সাহা, রাকিবুল ইসলাম সুমন, কামাল সিকদার, মারুফ জাহান, সাব্বির, নোমান হোসেন, আফসার সিকদার, আফসার সাগর, শাকিল প্রমুখ।