নারায়ণগঞ্জ বারের নির্বাচনে রতন-আনোয়ারের প্রচারণা
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। আদালত পাড়ায় চলছে আইনজীবিদের জমজমাট প্রচারনা। বিএনপিপন্থী আইনজীবীরা বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আদালত পাড়ায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণার সঙ্গে সঙ্গে পূর্ণ প্যানেলে ভোট প্রার্থনা করেন।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আদালত পাড়া। নিজেদের মাঝে বিদ্যমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে রতন আনোয়ার পরিষদে ভোট প্রার্থনা করেন।
প্যানেলের সদস্যরা হলেন সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম চৌধুরী রতন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা খাতুন লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, কোষাধক্ষ্য এডভোকেট মোঃ গোলজার হোসেন, আপ্যায়ন সম্পাদক এডভোকেট মোঃ শাহ আলম শামীম, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা আক্তার, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মাহমুদ মিয়া, কার্যকরী সদস্য এডভোকেট মোঃ ফাইজুর রহমান বাবলু, এডভোকেট নয়ন ঢালী, এডভোকেট ফাতেমা, অ্যাডভোকেট নুরুল কাদির শোহাগ ও অ্যাডভোকেট ফারুক মিয়া।