আনোয়ার – জসিম পরিষদের ৬ প্রার্থীর প্রচারনা

প্রেসবাংলা ২৪.কম: জেলা আইনজীবী সমিতির ( ২০২২- ২০২৩) সালের কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদ মনোনীত এড. আনোয়ার হোসেন ও এড. মো. জসিম উদ্দিন পরিষদের পূণ্য প্যানেল না দিলে গুরুত্বপূর্ণ ৬টি পদে নির্বাচন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার- প্রচারনা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

সোমবার ( ১০ মজানুয়ারি) সকাল ১০টা দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু ও আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদব এড. হাবীব আল মুজাহিত পলুকে নিয়ে আনোয়ার- জসিম পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা নারায়ণগঞ্জ আদালত পাড়ায় প্রচারনা চালিয়ে আইনজীবীদের কাছে ভোট প্রার্থণা করেন।

 

জানাগেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র আইনজীবী এড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে এড. মো. জসিম উদ্দিন, সহ- সভাপতি পদে এড. এমদাদ হোসেন সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক মামুন সিরাজুল মজিদ, কোষাধ্যক্ষ পদে এড. মো. রোমেল মোল্লা, সমাজসেবা সম্পাদক পদে ইখতিয়ার হাবিব সাগর ।

উল্লেখ্য: আগামী আঠারো জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী এড. শামসুল ইসলাম ভূ্ইঁয়া। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিতও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত দুুটি প্যানেলও এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com