রিয়াদ হাসানের উঠান বৈঠকে জনতার ঢল
প্রেসবাংলা ২৪. কম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিয়াদ হাসান এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে তার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
শনিবার ( ৮ জানুয়ারী) বিকেলে ১৬নং ওয়ার্ডের বউ বাজার এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময়ে তার উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়েদ উল্লাহ, আফতাব হোসেন শুক্কুর, তারেক আফজাল, এমদাদ হোসেন লিটন, আরমান হোসেন লিখন, আব্দুল্লাহ আল বাপ্পী, আহসান আল হোসেন ববি, জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে।
এ সময়ে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো। এখানে কোন মাদক সেবী বা ব্যবসায়ী থাকতে পারবে না।
জানা যায়, ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে চাচা-ভাতিজা দুজনেই প্রার্থী হওয়ায় তাদের মাঝে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হলেও এবার সকল মান-অভিমান ভুলে ভাতিজার পক্ষে নির্বাচনি মাঠে নেমেছেন এ সাবেক প্যানেল মেয়র। ফলে ১৬নং ওয়ার্ডের নির্বাচনী লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেলেন বাংলাদেশ মিল মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আফতাব হোসেন শুক্কুর এর পুত্র সৎ, নির্ভীক ও তরুণ সমাজ সেবক মোঃ রিয়াদ হাসান।