ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময়ে তাদের থেকে ৩৮শ ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকয় অভিযান পরিচালনা করেন র্যাব-১১ একটি অভিযানিক দল।
জানা যায়, কক্সবাজার হতে ঢাকা যাওয়ার পথে একটি বাসে তল্লাশী চালিয়ে ৩৮শ ৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীরা হাতে নাতে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাহমুদুল ইসলাম মিঠু, রফিকুল ইসলাম রফিক এবং মঞ্জুরুল আলম। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি বাস জব্দ করা হয়।