জাকিরকে কাছে পেয়ে বুকে টেনে নেয় মানুষ
প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আলীরটেক ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। টানা বেশকিছুদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
সোমবার ( ৮ নভেম্বর) সকালের পরপরই নেতাকর্মী এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে গনসংযোগ শুরু করেন তিনি। এ দিন সকাল থেকে আলীরটেক ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে গনসংযোগ চালান তিনি। এ দিন পুরান গোগনগর, কুড়েরপার, ক্রোক্রের চর সহ বেশ কয়েকটি গ্রামের প্রচারণা চালান তিনি।
অনেক দিন পর প্রিয় মানুষকে দেখতে পেয়ে অনেকে অশ্রুসিক্ত হয়েছে। কেউ কেউ জড়িয়ে ধরেছেন। নিয়েছেন কাছে টেনে।
এ সময়ে ভোটাররা জানান, জাকির হোসেন ইউনিয়ন বাসীর মনের মানুষ। বিগত দিনে এলাকার উন্নয়নের পাশাপাশি সুখে দুঃখে থেকে মানুষের মন জয় করেছেন। এলাকার মানুষ নিজের স্বার্থেই জাকির হোসেনকে চায়। কারন জাকির হোসেন দেবার জন্য এসেছেন নেবার জন্য নয়।
গণসংযোগে এদিন আরও উপস্থিত ছিলেন মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল্লাহ, সদর থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলীনূর মোল্লা, নাজির হোসেন, নাসির হোসেন, সদর থানা যুবলীগের সাধারণ সস্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, পুরান গোগনগর এলাকার সমাজ সেবক রতন, হাজী আব্দুর রহমান, সমাজ সেবক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা এসবি শাহীন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক ও আলোকিত আলীরটেকের সভাপতি শাহিন রাজু মেম্বার সহ বিভিন্ন মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ।