কাশিপুরের উন্নয়নের জন্য কাউকে চিন্তা করতে হবে না : বাদল

প্রেসবাংলা ২৪. কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল বলেছেন, কাশিপুরের উন্নয়ন করতে এসেছি যতদিন বেচে থাকবো ততদিন উন্নয়ন করে যাবো। উন্নয়নের জন্য কাউকে চিন্তা করতে হবে না। আমার নেত্রী শেখ হাসিনা যেমন উন্নয়নকে বিশ্বাস করেন তেমনি আমার নেতা এমপি শামীম ওসমানও উন্নয়নকে বিশ্বাস করেন। তাই আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে কাশিপুরের উন্নয়নের জন্য কাউকে চিন্তা করতে হবে না। উন্নয়ন হয়েছে ভবিষ্যতে আরো উন্নয়ন হবে। বিগত আমলের চেয়ারম্যাননরা কাশিপুর কতটুকু উন্নয়ন করেছে আর আমি ৫ বছরে কতটুকু উন্নয়ন করেছি তার বিচার জনগনের উপর ছেড়ে দিলাম।

শনিবার (৬ নভেম্বর) বাদ এশা কাশিপুর উত্তর গোয়ালবন্দ এলাকার বালুর মাঠে ৬ নং ওয়ার্ডবাসীর উদ্দ্যেগে নৌকার পক্ষের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাইফউল্লাহ বাদল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসাবে দায়িত্ব দিয়েছেন, নৌকার সম্মান, মানে কাশিপুরবাসীর সম্মান। আমি কাশিপুরের সন্তান হিসাবে আমি বলতে চাই উন্নয়নের সার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমান বিজয়ী উপহার দিয়ে আমার মাধ্যমে শতভাগ কাজ বুজে নিবেন। ভোট দিবেন আপনারা উন্নয়ন করবো আমি। আগামী ১১ নভেম্বর ভোট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে বিজয়ের মালা ছিনিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান করেন তিনি।

কাশিপুর ৬ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের দাবি নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছে তার জবাবে সাইফউল্লাহ বাদল বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচন করলে আগামী ৬ মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করার চেষ্টা করবো। উন্নয়নের সার্থে আমি কারো সাথে আপোষ করি না। আমার এমপি শামীম ওসমান যেমন উন্নয়নের ক্ষেত্রে কোন আপোষ করেন না তেমনি আমিও কাশিপুরের উন্নয়নের বিষয়ে কারো সাথে আপোষ করবো না।

উঠান বৈঠকে কাশিপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম, শিক্ষা বিষয়ক সস্পাদক হুমায়ন কবির রতন, প্রচার সস্পাদক জাহেদুল হক খোকন, সহপ্রচার সস্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কাশিপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, আওয়ামীলীগ নেতা সরদার সালাউদ্দিন, আতাউর রহমান আতা, আমির হোসেন, উজ্জল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com