নেয়ার জন্য না, দেয়ার জন্য এসেছি : জাকির হোসেন
প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বলেছেন, নির্বাচন করতে আসছি সাধারণ মানুষকে দেবার জন্য। সাধারণ মানুষের হক নেয়ার জন্য নয়। বিগত দিনেও যেমন আলীরটেক, বক্তাবলী, মুন্সিগঞ্জ বুঝি নাই, যেখানে যেটা লেগেছে সেখানে সেটা করছি। এবারও উন্নয়নের স্বার্থে কাজ করে যাবো।
শুক্রবার (৫ নভেম্বর) বিকালে আলীরটেক ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
জাকির হোসেন আরও বলেন, এই এলাকায় কিছু মানুষ নাকি মাঝিদের ট্রলার রাখতে দেয় না। খালে মাছ ধরতে দেয় না। এলাকায় জুলুম অত্যাচার হয়, সেই জুলুম অত্যাচার থেকে মুক্তি দিতেই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আবারও নির্বাচন করছি। আপনার ন্যায়ের পথে থাকলে কারো বাপের সাধ্য নেই সন্ত্রাসী কার্যক্রম চালাবে।
তিনি স্থানীয় নারীদের উদ্দেশ্যে বলেন, অনেকে নাকি ভোটের জন্য বাড়িতে এসে হুমকি দেয়। আপনারা মা-বোনরা ঝাড়ু দিয়ে দৌড়ানি দিবেন। দেখতে চাই তারা কত শক্তিশালী।
তিনি আরও বলেন, আমরা ওসমান পরিবারের দুজন এমপিকে পেয়েছি। যারা নিরলস ভাবে উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। তাদের নেতৃত্বেই আমরা আলীরটেককে আরও উন্নত করবো। মাদক ব্যবসায়ী, ভূমিদূষ্যদের এই আলীরটেক থেকে উৎখাত করবো।
পঞ্চায়েত প্রধান রবিউল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরান গোগনগরের জয়নাল আবেদীন মাদবর, রানা আহমেদ রবি মেম্বার, শাহাবউদ্দিন পাঠান, সেলিম প্রধান, কুড়েরপার মধ্য গ্রামের পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আবুল হোসেন, আওলাদ হোসেন, মাসুম, আমজাদ মাষ্টার, সমাজ সেবক জয়নাল হোসেন, মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহিদুল্লাহ, নাজির হোসেন, নাসির মাতবর, আব্দুর রহমান, হযরত আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, হাজী শরীফ হোসেন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, জয়নাল মাতবর, সেলিম পাঠান, ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রওশন আলী, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রবি, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।