বন্দরের ইয়াবা ব্যবসায়ী রনি গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের বন্দরে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২২ আগস্ট) বন্দর চিতাশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত রনি (৩৪) চিতাশাল এলাকার স্বল্পের চরের মৃত রুস্তুম আলী ছেলে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।