প্রধানমন্ত্রীর তাহবিল হতে চিকিৎসা সহায়তা তুলে দিলেন ডিসি
প্রেসবাংলা ২৪.কম: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নারায়ণগঞ্জ জেলার ৬ জন অসুস্থ ব্যক্তিকে ১ লক্ষ ৯০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ অসুস্থ ব্যক্তিদের হাতে এই অর্থের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী ও জেলার উপ-পরিচালক (উপ-সচিব) ফাতেমাতুল জান্নাত প্রমূখ।
প্রধানমন্ত্রীর অর্থ পেয়ে অসুস্থ ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের প্রতি দীর্ঘায়ু কামনা করেন।