শোক দিবসে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মিলাদ

প্রেসবাংলা ২৪.কম: জাতীয় শোক দিবস ১৫ ই আগষ্ঠ উপলক্ষে নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২২ ই আগষ্ট) বাদ আছর ১৬ নং ওয়ার্ড আওয়ামীগ কার্যালয়ে আলহাজ্ব মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে, হাজ্বী রুহুল আমিনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব, মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবু, ১৬ ওয়ার্ড আওয়ামীগ সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার প্রমুখ।

 

প্রধান অতিথি আলহাজ্ব আনোয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাপ বিষাক্ত হয়, সাপের মতো কিছু মানুষ আছে তারা আরও বিষাক্ত। বঙ্গবন্ধু যখন হত্যা করা হয় তখন ভাবলাম একটা কিছু করা দরকার আমরা তখন রাজপথে ছাত্ররাই থেকে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছে, যেদিকে তাকাই শুধু আওয়ামীগ আমার ভয় হয় আরেকটা ১৫ ই আগষ্ট না যেন না হয়। আজকে সবাই নেতা হতে চায়, তাই শ্রমিকলীগের প্রতি আমার অনুরোদ থাকবে কোন শত্রু যেন না ঢুকতে পারে আমাদের দেশ গঠনে যেন তারা আবার বাধার সৃষ্টি করতে না পারে। সুবিধা বাদিদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা শ্রমিকলীগের সভানেত্রী ও সাবেক কাউন্সলর খোদেজা খানম নাসরিন, জেলা মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদিকা নিলা আহাম্মেদ নিশি সহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com