কাশিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদের মায়ের ইন্তেকাল

প্রেসবাংলা ২৪.কম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের স্ত্রী ও কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদের মা হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে … রাজেউন)। রোববার (২২ আগস্ট) সকারে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ৫ কন্যা রেখে গেছেন।

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ। তিনি জানান, শারিরিক অসুস্থতার কারনে তিনি বেশকিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনিত হলে তাকে আইসিইউতে রাখা। আজ সকালে তিনি মারা যান।

 

মরহুমার জানাজার নামাজ  বাদ আছর উত্তর কাশীপুরে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com