সিদ্ধিরগঞ্জ থেকে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ১০ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকেল ৪টায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে জোরপূর্বক পরিবহনপ্রতি দৈনিক চাঁদা আদায় করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com