শীতলক্ষ্যায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, ১ যুবতীর মৃতদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, ১জনের মৃতদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ১জন যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) সন্ধা ৬টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকাতে  একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী  লঞ্চ ডুবির ঘটনা ঘটে। ওই লঞ্চে অন্তত ৫০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে দ্রুতগামী একটি জাহাজ যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। সাবিত আল হাসান নামের ওই লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল। তাদের অনেকেই  তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ নৌপুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম  জানান, নদীতে মদনপুরে নির্মীত ব্রিজের নীচে সাবিত আল হাসান নামের একটি লঞ্চ  ডুবেছে। ঘটনাস্থলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এদিকে লঞ্জ ডুবির ঘটনায় নিহত একজন যুবতীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়েছে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com