বন্দরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণীর এক মাদরাসা ছাত্রের
(১৩) বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ মামলার এজাহারের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, গত শনিবার বেলা ১১টার দিকে বন্দরের মধাবপাশা এলাকায় আসামী তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই শিশুর বাবা বাদী হয়ে রোববার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
ওসি ফখরুদ্দিন ভূইয়া বলেন, ভুক্তভোগী ও আসামির পরিবার উভয়ই প্রতিবেশী। গ্রেফতার আসামী স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে নির্যাতনের শিকার শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।