শিল্পপতি বারেক মোল্লার ”স্বতন্ত্র নূরানী শিক্ষায়” আর্থিক সহযোগিতার আশ্বাস
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় “স্বতন্ত্র নূরানী বিভাগ” চালু করেছে এ-উপলক্ষ্যে দাতা ও প্রতিষ্ঠাতা বারেক মোল্লা “স্বতন্ত্র নূরানী বিভাগের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং অত্র মাদ্রাসার অধ্যক্ষের সাথে আলোচনার একপর্যায়ে “স্বতন্ত্র নূরানী বিভাগে” আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় বিশিষ্ট ব্যাবসায়ী প্রতিষ্ঠাতা বারেক মোল্লা পরিদর্শন করেন।
বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার মামলাসংক্রান্ত জটিলতার কারণে নির্বাচিত পরিচালনা কমিটি (অভিভাবক প্রতিনিধি) নাই। ফলশ্রুতিতে মাদ্রাসার অভিভাবক শূন্য হয়ে পড়ে। এমতাবস্থায় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, অত্র মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বারেক মোল্লা মাদ্রাসার যাবতীয় সমস্যার সমাধানে সার্বক্ষণিক তদারকি করেন। তার ঐকান্তিক প্রচেষ্টা, সার্বক্ষণিক তদারকিতে অত্র মাদ্রাসা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী সাহেবের প্রচেষ্টায় মাদ্রাসার নতুন নির্মাণাধীন চারতলা ভবনের কাজে অগ্রগতিতেও আব্দুল বারেক মোল্লা উল্লেখযোগ্য অবদান রাখছেন।
মাদ্রাসার যাবতীয় সমস্যার তালিকা করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করে চলেছেন।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যাক্ষ আ.ন.ম ওয়ালিইল্লাহ লক্ষী নগর পূর্বপাড়া পঞ্চায়েত সদস্য ওমর ফারুক এবং মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।