বন্দরে ছিনতাইকারীদের কবলে পরে বাবুর্চি খুন

বন্দরে ছিনতাইকারীদের কবলে পরে বাবুর্চি খুন

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে শাহীন মাতব্বর (৪০) নামে এক বাবুর্চিকে গলায় রশি পেচিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে।

 

৭ অক্টোবর বুধবার দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার মনারবাড়ীস্থ তালতলা নামক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের ঘটনার সংবাদ পেয়ে রাত ১টায় বন্দর থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হাতপা বাধা ও রক্তাক্ত অবস্থায় শাহীনকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পতে তার মৃত্যু হয়।

 

এ ব্যাপারে নিহত শাহীনের ছোট ভাই মনির মাতব্বর বাদী হয়ে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বন্দর তানায় হত্রা মামলা দায়ের করেন। নিহত শাহীন মাতব্বর পিরোজপুর জেলার ইন্দুরকান্দী থানার বালিপাড়া গ্রামের সুলতান মাতবরের ছেলে বলে জানা গেছে।

 

মামলার বাদী গনমাধ্যমকে জানায়, আমার বড় ভাই শাহীন মাতব্বর বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মনির মিয়ার বাড়ীতে দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মদনগঞ্জস্থ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীতে চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চী চাকুরী করে আসছেন। গত ৭ অক্টোবর বুধবার আমার বড় ভাই শাহীন মাতব্বর অফিস থেকে বের হয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দেউলভোগ এলাকায় আমার ফুফাত ভাই হাফিজুলের বাড়ীতে বেড়াতে যায়। ওই দিন ফুফাত ভাইয়ের সাথে দেখা করে রাত সাড়ে ১১টায় আমার বড় ভাইয়ের ব্যবহারকৃত মোটর সাইকেল নারায়ণগঞ্জ হ ১১-১৪৫৭ যোগে তার তার ভাড়াটিয়া বাড়ীতে আসার পথে ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ২টায় বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের মনারবাড়ীস্থ তালতলা নামক স্থানে পৌছলে অজ্ঞাত নামা ছিনতাইকারিরা রশী দিয়া টান দিলে আমার ভাই চলন্ত মটর সাইকেল থেকে ছিটকে পরে গুরুত্বর আহত হয়। পরে আমার ভাইকে হত্যার ভয় দেখিয়ে তার ব্যবহারকৃত মটর সাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৪৯ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। ওই সময় আমার ভাইয়ের ডাক চিৎকারে থানার টহলরত পুলিশ এগিয়ে এসে আমার ভাইকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গনমাধ্যমকে জানিয়েছেন, রাত ১ টায় বন্দর পুলিশ টহল সময় হাত পা বাধা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। জীবিত অবস্থায় তিনি বসুন্ধরায় কাজ করেন বলে জানান এবং রশি দিয়ে হোন্ডারের গতিরোধ করে, হোন্ডা, মোবাইল, টাকা সব নিয়ে যায়। ধস্তাধস্তির কারণে তাকে রক্তাক্ত করে। হাসপাতাল নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষণে সে মারা যান। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com