না’গঞ্জের চাষাড়ায় চাঁদাবাজির সময় ২চাঁদাবাজ পাকড়াও

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের চাষাড়া রেলগেইটে সিএনজি হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চাঁদাবাজ হলো মোঃ মঞ্জুরুল হক মঞ্জু (৩৮) ও মোঃ হেলাল(৩৫)। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৪ হাজার চাঁদার টাকা উদ্ধার করা হয়।
জানাগেছে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে চাষড়া রেল গেইটের পূর্বপাশে চলাচলরত সিএনজি চালকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক সিএনজি প্রতি দৈনিক ৭০ – ৮০ টাকা চাঁদা আদায় করত।

র্যাব জানায়, ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় এবং ঘটনার সত্যতা পেয়ে হাতেনাতে ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।