খানপুরে মাদকের রমরমা ব্যবসা

খানপুরে মাদকের রমরমা ব্যবসা

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: শহরের খানপুর রেললাইন এলাকায় মাদক ব্যবসা রমরমা ভাবে চলছে। এসকল মাদক ব্যবসায়ীদের লাগম টানতে প্রয়োজন প্রশাসনের নজরদারী।

 

খোজ নিয়ে জানা যায়, শহরের খানপুর তল্লা রেললাইনসহ আশেপাশের এলাকায় প্রায় ৫০/৬০ জনের মতো মাদক ব্যবসায়ী রয়েছে। তারা সকল প্রকার মাদক বেঁচা-কেনা করে যাচ্ছে।

 

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা রেললাইন, বোবার বাড়ি, শিকসন বাড়ি, গফুর মেম্বারের বাড়ি, সর্দারপাড়া ও হাজীগঞ্জসহ আশেপাশের এলাকায় অনেকটা বিনা বাঁধায় চলছে মাদক ব্যবসা। খানপুর ও তল্লা রেললাইন এলাকাটি নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা এলাকার মধ্যবর্তী হওয়ায় মাদক ব্যবসায়ীরা অনেকটা নিশ্চিন্তে মাদক ব্যবসা করে যাচ্ছে।

 

এ ব্যপারে মাদক ব্যাবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন আমাদের বিরুদ্ধে লিখে কিছুই হবেনা। আমরা সবাইকে ম্যানেজ করেই চলি।’ কিছু দিন বিরতির পরে আবারও খানপুর এলাকার রেললাইন এলাকায় মাদক ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। মহামারী করোনায় গোটা দেশ থমকে দাঁড়ালেও তারা জমজমাট মাদকের হাট বসিয়েছেন।

 

এদিকে এলাকা গুলোতে মাদক সেবী বেড়ে যাওয়াতে চুরি, ছিনতাইসহ নানাঅপকর্ম বেড়েই চলেছে।

 

এদিকে শিকসন বাড়ির পাশে রেললাইনের উপরে একটি ঘরে টর্চারসল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানেই বসে তারা তাদের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সেবন করে থাকে এবং তারা তাদের কথামতো কাজ না হলে এখানে মারধর করা হয়। সেখানে থাকা আশেপাশের লোকজন আহাজারীর শব্দও শুনতে পায়। এব্যপারে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন নতুবা ধ্বংস হতে পারে যুব সমাজ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com