ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে অগ্রগামী শিল্পীগোষ্ঠী’র আলোচনা সভা
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে সামাজিক সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় বন্দর খানবাড়িস্থ খান মাসুদের নিজ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি খান মাসুদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্রগামী সামাজিক সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রথম আলোচনা সভা হিসেবে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির বিষয়ে গুরুত্ব দিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন,সংগঠনের মূল কাজ হচ্ছে সামাজিক অসঙ্গতী দূরীকরনে কাজ করা। সমাজ থেকে ধর্ষণ, ইভটিজিং, মাদক দূর করতে হলে সামাজিকভাবে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। সন্তানেরা কখন কোথায় যায়, কার সাথে মিশে, ওরা কি করে এ সকল বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। তবেই এ দেশ ও সমাজ থেকে ধর্ষণের মতো সকল অপরাধ নির্মূল করা সম্ভব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বাবুল ঢালি, সাংবাদিক ফিরোজ খান, শেখ মমিন, রাসেল, উজ্জ্বল, রনি সরদার, আলাল সিকদার, মো: হোসেন, পলাশ, রফিকুল ইসলাম চান্দু, আজহার, আলী, সনিয়া, মমতাজ প্রমুখ।