সিঙ্গাপুর আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল

শাহাদত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকেঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে প্রতি বছর ঝাকজমক পূর্ণ আয়োজন হয়ে থাকলেও এবারে করোনা পরিস্থিতির কারনে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে না পারলেও ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সিঙ্গাপুরে আওয়ামি লীগ যুবলীগ শ্রমীকলীগ এবং ছাত্রলীগের সকল নেতা কর্মীদের অংশগ্রহনে জুম কলের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানার সভাপতিত্বে দপ্তর সম্পাদক শাহাদাত রাসেল চৌধুরীর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি ফয়েজ খান জাকির হোসেন, ফরহাদ হোসেন, রাকিব হাসান, জুয়েল খান কিবরিয়া, ইন্জিনিয়ার জসিম উদ্দিন রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল,মিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমান বেপারী, উপ দপ্তর সম্পাদক আবুল খায়ের সোহেল, সাকিব শাহরিয়ার সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, সিঙ্গাপুর জাতীয় শ্রমীক লীগের সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তপন , সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ, সহ সভাপতি আরিফ হোসেন সহ সভাপতি সোহানুজ্জামান মাসুম, সহ সভাপতি খন্দকার হাবিব, সজিব জয়,সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেপি তালাশ, অনলাইন অনুষ্ঠানে সিঙ্গাপুর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, অনুষ্ঠানে বক্তরা প্রধানমন্ত্রীর জীবন নিয়ে আলোচনা করেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘআয়ু কামনা করে অনুষ্ঠানে শেষে দোয়া করা করা হয়।
দোয়া পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ -সভাপতি ফয়েজ খান।