না’গঞ্জে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া

না’গঞ্জে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  সাবেক রাষ্ট্রপতি হুসেইন মো. এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে শহরের আর জয়নাল প্লাজা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির জেলা আহবায়ক কমিটির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতারা অবহেলিত অবস্থায় আছে। তারা নির্র্যাতিত হচ্ছে। আমরা কেন্দ্রীয় নেতাদের মাঝে তা তুলে ধরব। জাতীয় পার্টিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছে। তারা এই জেলার জাতীয় পার্টির নেতাদের প্রতি সু সংগঠিত হওয়ার আহবান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ,জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব আমির হোসেন ঢালু, মো. সালাউদ্দিন আহমেদ খোকা মোল্লা, মো. নোমান মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, জেলা জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূইয়া, জেলা জাতীয় মুক্তিযোদ্ধা পার্টিও পৃষ্ঠপোষক ও জাতীয় পার্টির সদস্য মো. জয়নাল আবেদীন, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহবায়ক মো. জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টির যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদ, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এড. মজিদ খন্দকার, সদস্য সচিব কাজী দেলোয়ার হোসেন, গোলাম কাদির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com